বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্নিত শূন্যপদে সরাসরি জনবল নিযোগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন-এ দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম:-
১। সার্ভেয়ার (প্রকৌশল) বেতন গ্রেড: ১৫, স্কেল: টাকা ৯৭০০-২৩৪৯০, শূন্য পদ ১৩৭টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ফাইনাল পাস।
২। উর্ধ্বতন হিসাব সহকারী বেতন গ্রেড ১৫, স্কেল: টাকা ৯৭০০-২৩৪৯০, শূন্য পদ ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা:- (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানসহ বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী এবং(খ) এমএস ওয়ার্ড ও এ্রক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৩।হিসাব করনিক বেতন গ্রেড: ১৬, স্কেল: টাকা ৯৩০০-২২৪৯০, শূন্য পদ ৪৬টি।
শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এমএস ওয়াড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
আবেদনের শেষ সময় আগামী ১১/০৭/২০১৯ইং উক্ত তারিখে বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স উচ্চসীমা ৩২ বৎসর । অনলাইনে আবেদন করার জন্য এই লিংকে ভিজিট করুন(rms.bwdb.gov.bd/orms)Login Stration।