ইদ্রিস আলীর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। আজ সোমবার গার্মেন্টস ছুটি হওয়ার পর স্ত্রী মধু আক্তারকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে বিকেল সাড়ে ৫ টায় আসেন সদরঘাট। ইদ্রিস এখনো সদরঘাট নৌ টার্মিনালে ঢুকতে পারেননি। ইদ্রিস আলী সাড়ে ৬ টার সময় প্রথম আলোকে বলেন, তাঁর লঞ্চটি ছাড়ার কথা ছিল সাড়ে ৫ টায়। কিন্তু তিনি ঘাটে ঢুকতে পারছেন না। কারণ টার্মিনাল ঢোকার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সদরঘাট নৌ টার্মিনালে দেখা গেছে, শত শত ঘরমুখো যাত্রী টার্মিনালের গেটের বাইরে অবস্থান করছেন। পটুয়াখালীতে যাবেন আবদুল কুদ্দুস। রায়েরবাগ থেকে বিকেল সাড়ে ৫ টার পর সদরঘাট নৌ টার্মিনালে আসেন। আব্দুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, শত শত লোক সদরঘাট এসেছেন। গেট বন্ধ থাকার কারণে তাঁরা ঢুকতে পারছেন না।